
আজকের কোলাহলমুখর ও দ্রুতগতির জীবনে মানুষ কখনও কখনও একটুখানি থামা ও প্রশান্তির প্রয়োজন অনুভব করে। “নওয়ায়ে ওহি”–র এই পর্বে কোরআনের নির্বাচিত সুন্দরতম আয়াতসমূহ, বেহরুজ রেজভীর হৃদয়ছোঁয়া কণ্ঠে, শ্রোতাকে নিয়ে যায় এক আত্মিক ও মননশীল যাত্রায়। সংক্ষিপ্ত অথচ গভীর ভাবনায় ভরপুর এই ধারাবাহিক শ্রোতাদের মনে আনে শান্তি ও আশার কিছু মুহূর্ত।
وَإِذَا أَذَقْنَا النَّاسَ رَحْمَةً فَرِحُوا بِهَا وَإِنْ تُصِبْهُمْ سَيِّئَةٌ بِمَا قَدَّمَتْ أَيْدِيهِمْ إِذَا هُمْ يَقْنَطُونَ ﴿۳۶﴾
যখন মানুষকে আমরা দয়ার স্বাদ দিই, তারা আনন্দিত হয়; কিন্তু নিজেদের কৃতকর্মের ফল হিসেবে যখন কোনো বিপদ নেমে আসে, তখন হঠাৎ তারা হতাশ হয়ে পড়ে।
أَوَلَمْ يَرَوْا أَنَّ اللَّهَ يَبْسُطُ الرِّزْقَ لِمَنْ يَشَاءُ وَيَقْدِرُ إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يُؤْمِنُونَ ﴿۳۷﴾
তারা কি দেখে না যে আল্লাহ যাকে ইচ্ছা রিজিক প্রশস্ত করে দেন এবং যাকে ইচ্ছা কমিয়ে দেন? নিশ্চয়ই এতে ঈমানদারদের জন্য রয়েছে বড় নিদর্শন।
— সূরা রুম